- সারাদেশ
- ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু
ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু

ফাইল ছবি
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আগত আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।
তারা হলেন- কিশোরগঞ্জের কটিয়াদি থানার দুলদিয়া বাজারের পীর বক্সের ছেলে নুরু ইসলাম (৬০), কক্সবাজারের টেকনাফ উপজেলার করাচিপাড়ার মোছম আলির ছেলে আলী আহমেদ (৬১) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা গ্রামের জমির উদ্দিনের ছেলে আব্দুল মমিন (৫৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন ইজতেমার জিম্মাদার আদম আলী।
এর আগে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচ মুসল্লির মৃত্যু হয়। এছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত আরও ৪ মুসল্লি মারা যান।
মন্তব্য করুন