- সারাদেশ
- বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায়ে দুই প্রতারক আটক
বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায়ে দুই প্রতারক আটক

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ছোটবাইদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের নান্নু খানের ছেলে নাজিম উদ্দিন (১৯)এবং একই এলাকার একই এলাকার সবুজ সরদারের ছেলে ও শামীম সরদার (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে অভিযুক্ত দুইজন গতকাল রোববার সকাল থেকে আমলীবাড়িয়া সড়কের হালিমা খাতুন মহিলা কলেজ সংলগ্ন এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে বিদ্যুত সংযোগ দেওয়ার কথা বলে ফরম পুরণ করে । সেই সঙ্গে প্রত্যেক পরিবারের কাছ থেকে ১০০ টাকা করে অর্থ আদায় করে। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ওই স্থান থেকে নাজিম উদ্দিন ও শামীম সরদারকে আটক করে।
ঘটনার সত্যতা স্বীকার করে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মদ জানান, বিদুৎ সংযোগ দেওয়ার নামে প্রতারণা করায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আটকদের সোমবার আদালতে সোপার্দ করা হবে।
মন্তব্য করুন