চট্টগ্রামের পটিয়ায় ৪ বছরের এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত মোহাম্মদ জহিরকে (১৬) আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেছেন। 

আসামি জহির উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নুর করিম কলোনীর মনসুরের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার ও নির্যাতনকারী জহিরের পরিবার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকে। রোববার সকালে ভিকটিমের পরিবারের সদস্যরা ঘরের বাইরে কাজে যায়। এ সুযোগে জহির শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।