কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। এ সময় চারজনকে আটক করে দুদকের টিম। এর মধ্যে কুষ্টিয়া শহরতলির উদিবাড়ী এলাকার দিরাজ উদ্দিনের ছেলে দুলাল ও পূর্ব মজমপুর এলাকার শেখ নুরুল আমিনের ছেলে মনিরুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। রোববার দুপুর সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী ও দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক কর্মকর্তা রফিক উদ্দিন খান জানান, কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহণকারীদের কাছ থেকে সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। দালালি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। এর মধ্যে দু'জনের বিষয়ে প্রমাণ পাওয়ায় তাদের কারাদণ্ড দেয়া হয়েছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনিরুজ্জামান নামে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দুলাল নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়।