রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেলে থেকে এএমএ রশিদ (৬০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে 'হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্ট'-এর একটি কক্ষ থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এএমএ রশিদ রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রীর বড় ভাই।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, এএমএ রশিদ গত শনিবার হোটেলের নবম তলায় ৯০৭ নম্বর কক্ষে ওঠেন। রোববার নিজের চালককে নিয়ে বের হয়ে সন্ধ্যায় ফেরেন। সোমবার সকালে চালককে ফোন দিয়ে নিজের কক্ষে আসতে বলেন। সকাল ৯টার দিকে চালক ওই কক্ষে ঢুকে তাকে খাটের ওপর দেয়ালে কাত হওয়া অবস্থায় পান। কথা না বলায় হোটেলের লোকজন নিয়ে তিনি তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোটেলের ম্যানেজার (অপারেশন) কামরুজ্জামান জানিয়েছেন, এএমএ রশিদ প্রায়ই তাদের হোটেলে উঠতেন। তার ব্যক্তিগত চালকের কাছ থেকে খবর পেয়ে ৯০৭ নম্বর কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

এএমএ রশিদের চালক পুলিশকে জানিয়েছেন, ঢাকায় এলে তিনি অন্য একটি হোটেলে থাকেন। সকালে তাকে নিয়ে বের হওয়ার কথা ছিল। ৯টার আগেই তার স্যার তাকে অসুস্থতার কথা জানিয়ে দ্রুত হোটেলে যেতে বলেছিলেন। তিনি গিয়ে কক্ষের দরজার লক খোলা পেয়ে ভেতরে ঢুকে তাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষকে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের উদ্ধৃত করে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, এএমএ রশিদ হার্ট অ্যাটাকে মারা গেছেন। তা ছাড়া তার দেহে সন্দেহজনক কোনো আলামতও মেলেনি, স্বজনদেরও কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।