তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত পাবলিক হল চত্বরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। 

এদিন সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

উদ্বোধনকালে মেয়র বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গেলে দুর্নীতি বন্ধ করা সম্ভব। সমাজ ও দেশের দায়িত্বশীল ব্যক্তিদের কথা ও কাজে মিল থাকা আবশ্যক। সঠিক কথা বলতে ভয় পেলে চলবে না। জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করার দায়িত্ব সবার। তথ্য নিয়ে কাজ করা গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশে অবিচল থাকা প্রয়োজন। দুর্নীতিবাজ ব্যক্তি আপনজন হলেও তার শাস্তি হতে হবে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন খুলনার বিভাগীয় পরিচালক মো. আবদুল গাফফার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম নাজিমুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরম্নল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সহ-সভাপতি একে হিরু।

তথ্যমেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২২টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত্ম চলবে। মেলা প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী নাটক, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।