দিনাজপুরের চিরিরবন্দরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোরসালিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে ভিকটিমের বাবা থানায় একটি মামলা দায়ের করছেন। ভিকটিমকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চিরিরবন্দর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খেলাধুলা করার সময় প্রতিবেশী নুর হোসেনের ছেলে মোরসালিন (২১) ওই শিশুকন্যাকে ফুসলিয়ে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে পথচারীরা এগিয়ে এলে মোরসালিন পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই শিশুকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি জানান, এই ঘটনা জানতে পেরে সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে মোরসালিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।