- সারাদেশ
- বোয়ালমারীতে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
বোয়ালমারীতে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

নিহত এনায়েত- সমকাল
ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওসিসহ তিনজন।
মঙ্গলবার রাতে এনায়েত মোল্যা (৪০) নামের এক ব্যক্তি নিহত হন।
তিনি উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত মজিবর মোল্যার ছেলে। এনায়েতকে পুলিশ ডাকাত বলে দাবি করেন।
পুলিশ জানায়, সোমবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজার এলাকা থেকে এনায়েতকে গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যমতে মঙ্গলবার শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের প্রিয়নাথ পালের মেহগনি বাগানের অস্ত্র উদ্ধারে গেলে এনায়েতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করেন। এ সময় এনায়েত দৌড়ে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। এনায়েতকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জ্ঞানেন্দ্র নাথ মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওসি মো. আমিনুর রহমান, এসআই দিপংকর স্যানাল ও সাইফুদ্দিন আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এনায়েতের স্ত্রী মনিরা বেগম জানান, রোববার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম, এসআই সাইফুদ্দিন ও এসআই দিপংকর স্যানাল এনায়েতকে শৈলকুপা তাদের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে ২দিন নিখোঁজ রাখেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, এনায়েতের বিরুদ্ধে বোয়ালমারী ও আশপাশের থানায় ১৩টি ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, শর্টগানের ৪টি কার্তুজ, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন