রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সৈয়দপুরগামী ডিপজল পরিবহন তারাগঞ্জের বাছুরবান্দা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত তিনজনকেজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, যাত্রীবাহী বাসটিকে আটক করলেও বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।