- সারাদেশ
- খাগড়াছড়িতে নিউমোনিয়ায় ৬ শিশুর মৃত্যু
খাগড়াছড়িতে নিউমোনিয়ায় ৬ শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চলতি বছরের ১২ দিনে ৬ শিশুর মৃত্যু হয়েছে। ঠান্ডার প্রকোপ অব্যাহত থাকায় প্রতিদিনই সদর হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।
হাসপাতাল কর্তপক্ষ জানিয়েছে, পাহাড়ের গ্রামাঞ্চলে শীতের কারণে নবজাতক ও শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। অনেক শিশু মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আশংকাজনকভাবে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ কারণে তাদের জীবন সংশয় দেখা দিচ্ছে।
এদিকে নিউমোনিয়া ছাড়াও ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডাজনিত বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে
শিশুসহ রোগী বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খাগড়াছড়ি সদর হাসপাতালের সিনিয়র নার্স ঈপসিতা ত্রিপুরা জানান, শীত আসার পর থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত এ হাসপাতালে ১ হাজার ২০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাড়তি রোগীর চাপে বেডে জায়গা হচ্ছে না।
এদিকে নিউমোনিয়া হলে আতঙ্কিত না হয়ে রোগ প্রতিরোধে পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা। এ প্রসঙ্গে খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা বলেন, ‘উপজেলা পর্যায়ে শিশুরা বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। অনেকে প্রাথমিকভাবে চিকিৎসা না নেওয়ায় জটিলতা বাড়ছে।’ শিশুদের মধ্যে নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।
মন্তব্য করুন