সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তারের সময় শাহাজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ-মুনীর-উল গীয়াস বলেন, শাহাজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।