- সারাদেশ
- ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩

ঝিনাইদহের মহেশপুর ও কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকালে মহেশপুর উপজেলার বজরাপুর ও কালীগঞ্জ উপজেলার ঘিঘাটি এলাকায় এ সব দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সকালে মহেশপুর উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের বজরাপুর এলাকায় নসিমন ও বিদ্যুতের পোল বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলেই নসিমনের যাত্রী কামাল হোসেন মারা যায়। এ ঘটনায় আহত হন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে খলিলুর রহমান নামের একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে সকালে কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি এলাকায় দ্রুতগামী মাইক্রোবাস চাপায় রনি আহম্মেদ নামের ৪র্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সে শাহপুর ঘিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।
মন্তব্য করুন