- সারাদেশ
- পটিয়ায় বাসচাপায় বৃদ্ধ নিহত
পটিয়ায় বাসচাপায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় অলি আহমদ সওদাগর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অলি আহমদ চন্দনাইশ উপজেলার সৈয়দাপবাদ ইউনিয়নের হাশিমপুর এলাকার মৃত কবির আহমদ সওদাগরের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কমলমুন্সিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় নিহত অলি আহমদকে কক্সবাজারগামী হানিফ সুপার (চট্টমেট্টো-১১-১৩৪৭) পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুর রহমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
মন্তব্য করুন