বরিশালের গৌরনদী উপজেলায় দেশীয় অস্ত্র রাখার অভিযোগে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীসহ ৫ ছাত্রকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে তাদের বহিষ্কার করা হয়।

জানা গেছে, ওই বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী এবং দশম শ্রেণির এক ছাত্রের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে ওই দুই শিক্ষার্থীর সমর্থক ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মারামারির উদ্দেশ্যে তাদের ব্যাগে ছুরি, চাপাতি, লোহার পাইপ নিয়ে ক্লাসে প্রবেশ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম জানান, ঘটনা টের পেয়ে সকাল ১০টার পর আমি ও অন্যান্য শিক্ষক ক্লাসে গিয়ে তাদের ব্যাগ তল্লাশি করে ছুরি, লোহার পাইপ, চাপাতি উদ্ধার করি। এরপর আমরা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাকে ঘটনা জানাই এবং ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করি। বৈঠকে ওই পাঁচ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।অপরদিকে বহিষ্কৃত শিক্ষার্থীরা ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছে তারা।