- সারাদেশ
- পটিয়ায় ইয়াবাসহ স্কুলছাত্র গ্রেপ্তার
পটিয়ায় ইয়াবাসহ স্কুলছাত্র গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত স্কুলছাত্র- সমকাল
চট্টগ্রামের পটিয়ায় ৬৫০ পিস ইয়াবাসহ অষ্টম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার শান্তিরহাট এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
পটিয়া থানার এসআই মোবারক হোসেন জানান, মহাসড়কের শান্তিরহাট এলাকায় একটি বাস তল্লাশি করে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে ৬শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মন্তব্য করুন