- সারাদেশ
- ময়মনসিংহে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ময়মনসিংহে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্ত্রী রুমা আক্তার ও মেয়ে নাফিয়া আক্তারকে (১২) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় নগরীর খাগডহর ফকিরবাড়িতে রুমার স্বামী এ হত্যাকাণ্ড ঘটায় বলে কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে।
ওসি মাহমুদুল ইসলাম জানান, খাগডহর ফকিরবাড়ি এলাকার শফিকুল ইসলাম শাহিন প্রায়ই স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করত। বুধবার সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে সে তার স্ত্রী রুমা আক্তার ও মেয়ে নাফিয়াকে নিজ ঘরে শ্বাসরোধে হত্যা করে। এ সময় বড় মেয়ে লাবণ্য দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শফিকুল পালিয়ে যায়। পুলিশ দু'জনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। আহত লাবণ্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যায় জড়িত শফিকুল ইসলাম শাহিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
মন্তব্য করুন