- সারাদেশ
- বাসা ভাড়া দিতে না পারায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ
বাসা ভাড়া দিতে না পারায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

সাভারের আশুলিয়ায় বকেয়া বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়ির মালিক ও তার সহযোগীরা এক পোশাক শ্রমিককে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মালিক কালামকে আটক করলেও অন্যরা পলাতক। সোমবার গভীর রাতে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার একটি বাড়িতে ওই ঘটনা ঘটে। আটক কালামের ফার্মেসির দোকান আছে।
গণধর্ষণের শিকার পোশাক শ্রমিকের অভিযোগ, তিনি পশ্চিম জামগড়ার কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে ডিইপিজেডের তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার রাতে পরিবহন চালক স্বামীকে নিয়ে তিনি কক্ষেই ছিলেন। রাত ১২টার দিকে কালাম তার কয়েক সঙ্গী নিয়ে ডিসেম্বরের বকেয়া বাসা ভাড়া দুই হাজার টাকার জন্য আসে। এ সময় কারখানা থেকে এখনও বেতন পরিশোধ করা হয়নি বলে বাড়ির মালিককে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে তার স্বর্ণের চেইন, চুরি, কানের দুল ও নাকের ফুল খুলে নেয় তারা। একপর্যায়ে তারা তাকে ধর্ষণ করে চলে যায়।
এ ঘটনায় নারী শ্রমিক মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর রাতেই অভিযান চালিয়ে হোতা কালামকে আটক করা হয়। আশুলিয়া থানার এসআই সেলিম রেজা জানান, অন্যদেরও আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন