- সারাদেশ
- পটুয়াখালীতে পাসপোর্ট করতে গিয়ে গ্রেপ্তার রোহিঙ্গা নারী
পটুয়াখালীতে পাসপোর্ট করতে গিয়ে গ্রেপ্তার রোহিঙ্গা নারী

ভুয়া নাম-ঠিকানা দিয়ে পাসপোর্ট করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক রোহিঙ্গা নারী। গত রোববার পটুয়াখালী পাসপোর্ট অফিসে পুলিশের হাতে ধরা পড়েন ওই নারী। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম সাবিনা আক্তার ইয়াসমিন, পিতার নাম আবদুল কাদের ফকির, স্বামী শহিদুল ইসলাম মুন্সী, গ্রাম হাইদগাঁও, থানা পটিয়া, জেলা চট্টগ্রাম বলে দাবি করেছেন। তবে পুলিশের কাছে এই নারী রোহিঙ্গা বলে সন্দেহ হওয়ায় সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। পাসপোর্ট অফিসে তিনি নিজেকে হাজেরা বেগম নামে পরিচয় দিয়ে ভুয়া জন্মসনদপত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র জমা দিয়েছিলেন।
পুলিশ ওই নারীসহ ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করা হয়েছে। বাকি আসামিরা হচ্ছেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৭নং লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, ইউপি সচিব রুবায়েত আদনান, সত্যায়িত করা আইনজীবীসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন।
এ ব্যাপারে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জানান, তার ইউনিয়ন পরিষদ থেকে কাউকে সনদপত্র দেওয়া হয়নি। প্রতারণা করে সে অন্যের সনদ নিয়ে পাসপোর্ট করতে গিয়েছিল। প্রকৃত সনদধারী নারী এখনও তার এলাকায় রয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের ধারণা, গ্রেপ্তার ওই নারী রোহিঙ্গা। গ্রেপ্তার হওয়ার পর ওই নারী চট্টগ্রামের যে ঠিকানার কথা বলেছে, সে ঠিকানা আসল কি-না তাতেও সন্দেহ রয়েছে।
মন্তব্য করুন