চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় কাঁচা মরিচ বোঝাই পিকআপভ্যান ও পাথর বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার ভোরে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার পশ্চিম এলহাবাদ গ্রামের মৃত রমজান আলী পুত্র নুরুল আমিন (৫৫), ভোলা জেলার সদর থানার উত্তর দিঘলদীর সজ্জাল বাড়ির মৃত শামশুল আলমের ছেলে মোহাম্মদ হান্নান (৪২) ও একই এলাকার মৃত গহর আলী সর্দারের ছেলে ফজলু বেপারী (৬০)। 

কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহম্মদ সাইদুল ইসলাম বলেন, ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায়।