নাটোরের লালপুর উপজেলায় গরুবাহী নসিমনের ধাক্কায় বাচ্চু খান (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন আনার সাজী (৭৫) নামের অপর এক বৃদ্ধ।

নিহত বাচ্চু খানের বাড়ি উপজেলার নবীনগর এলাকায়।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বাচ্চু খান ও আনার সাজী নবীনগরে লালপুর-বাঘা সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গরুবাহী নসিমন তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় বাচ্চু খান ও আনার সাজীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী যাওয়ার পথে বাচ্চু খানের মৃত্যু হয় ও আনার সাজীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।