- সারাদেশ
- টাঙ্গাইলে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
টাঙ্গাইলে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

টাঙ্গাইলে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের গণপূর্ত কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আরমান রায়হান (২৪)। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি টাঙ্গাইল সদর মডেল থানায় কর্মরত ছিলেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে কনস্টেবল আরমান রায়হান মোটরসাইকেলযোগে শহরের কুমুদিনী কলেজ মোড় থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এসময় করটিয়া সাদৎ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী যাতায়াতের একটি বাস গণপূর্ত ভবনের সামনে তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন ওই কনস্টেবলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার রাবনা পাইপাস এলাকায় ট্রাকচাপায় সাইদুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হন।
মন্তব্য করুন