- সারাদেশ
- কমলনগরে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
কমলনগরে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে মায়ের সঙ্গে অভিমান করে শিল্পী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী ওই এলাকার মৃত মো. সিরাজের মেয়ে এবং স্থানীয় পূর্ব জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয় চরকাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য আরমান ভূঁইয়া জানান, পড়ালেখাসহ বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে শিল্পী আক্তারকে তার মা আলেয়া বেগম বকাঝকা করেন। এতে মায়ের ওপর অভিমান করে রাত ৯টার দিকে ঘরের পাশের একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন