বগুড়ার দুপচাঁচিয়ায় খালের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি জবাই করা এবং পোড়ানো। 

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বেরুঞ্জ ডোগলাপাড়া গ্রামে একটি খালের পাশ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

উপজেলার চামরুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম জানান, বগুড়া ও জয়পুরহাট জেলার সীমানা নির্ধারণকারী ডোগলাপাড়া এলাকার একটি খালের পাশে সকালে পোড়া মরদেহ দেখে গ্রামবাসী তাকে খবর দেন।

তিনি বলেন,‘লাশটি এমনভাবে পোড়ানো হয়েছে যে মুখ দেখে চেনা সম্ভব নয়। তাই তার নাম-পরিচয় জানা যায়নি। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে মরদেহটি একজন পুরুষের এবং তাকে জবাই করে হত্যার পর পোড়ানো হয়েছে।’

দুপচাঁচিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান,  নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।