- সারাদেশ
- টাইলস মিস্ত্রির কাছে মিলল তিন রঙের ৩০০ ইয়াবা
টাইলস মিস্ত্রির কাছে মিলল তিন রঙের ৩০০ ইয়াবা

ফাইল ছবি
বরিশাল নগরের কাউনিয়া থানাধীন ব্রাঞ্চ রোড এলাকায় অভিযান চালিয়ে তিন রঙের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল হাওলাদার নামে এক টাইলস মিস্ত্রিকে আটক করেছে পুলিশ। কাউনিয়া ব্রাঞ্চ রোড তৃতীয় পুকুর পাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে বুধবার দুপুরে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম।
আটক রাসেল হাওলাদার (২৩) কাউনিয়া ব্রাঞ্চ রোড তৃতীয় পুকুর সংলগ্ন এলাকার প্রয়াত কামাল হাওলাদারের ছেলে।
উপ-কমিশনার খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কাউনিয়া ব্রাঞ্চ রোড তৃতীয় পুকুর পাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক তিন রঙের ৩শ' পিস ইয়াবাসহ রাসেল হাওলাদারকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউনিয়া থানাধীন ভাটিখানা কাজিবাড়ি মসজিদ এলাকার প্রয়াত নয়নের ছেলে জিতু (২৭) পালিয়ে যায়।
তিনি জানান, এ ঘটনায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ মোল্লা বাদী হয়ে রাসেল ও জিতুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন