গোপালগঞ্জ সদর উপজেলায় জমির কলাই ছাগলের খেয়ে ফেলাকে কেন্দ্র করে বিরোধে জেরে ইস্রাফিল মোল্লা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ইস্রাফিল মোল্লা উপজেলার উত্তরপাড়া গ্রামের রোকন উদ্দিন মোল্লার ছেলে। বুধবার সন্ধ্যায় প্রতিবেশী ইসলাম মোল্লা ও তার লোকজন ইস্রাফিলকে পিটিয়ে হত্যা করে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ইস্রাফিলের স্ত্রী তুলি বেগম জানান, প্রতিবেশী ইসলাম মোল্লার ছাগল তাদের বর্গা জমির কলাই খেতে থাকলে তার মেয়ে মীম বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইসলাম মোল্লার লোকজন মীমকে মারধর করে। পরে তার স্বামী ইস্রাফিল এর বিচার চাইতে ইসলামের বাড়িতে যান। সেখানে ইসলাম মোল্লা ও তার লোকজনের সঙ্গে ইস্রাফিলের কথা কাটাকাটি হয়।

তিনি অভিযোগ করেন, কথা কাটাকাটির একপর্যায়ে ইসলাম মোল্লা ও তার লোকজন ইস্রাফিলকে বেধড়ক পিটুনি দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার স্বামী ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন মৃধা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।