খুলনায় ১৪২ পিস ইয়াবাসহ আকাশ রহমান নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বুধবার নগরীর সার্কিট হাউস মাঠ এলাকার শাহীন আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার বাহিরদিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা 'ক' সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠ এলাকার শাহীন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে পুলিশ কনস্টেবল আকাশকে আটক করা হয়।

খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় কনস্টেবল আকাশের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।