- সারাদেশ
- কসবায় থেমেছে উদগিরণ, বিদ্যালয় ভবন অর্ধেক মাটির নিচে
কসবায় থেমেছে উদগিরণ, বিদ্যালয় ভবন অর্ধেক মাটির নিচে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে গভীর নলকূপের পাইপ দিয়ে গ্যাস, পানি ও বালুর উদগিরণ ৫৯ ঘণ্টা পর বন্ধ হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গ্যাস, পানি ও বালুর উদগিরণ বন্ধ হয়। দ্রুতগগিতে গ্যাস ও পানি বের হওয়ার কারণে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও দুটি গাছ ভেঙে গেছে। বিদ্যালয়ের একটি ভবন অর্ধেক মাটির নিচে তলিয়ে গেছে এবং বিদ্যালয়ের শহীদ মিনারটিও ভেঙে তলিয়ে গেছে।
শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া জানান, আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা। গত পরশু মসজিদ ও মন্দিরে প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, গত বুধবার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে গভীর নলকূপ খননের পর পাইপ বসানোর সময় হঠাৎ উপড়ে গিয়ে পানি, বালু ও 'গ্যাস' উঠতে শুরু করে। এমন 'উদগিরণের' ফলে বিদ্যালয়সহ অষ্টজংগল গ্রাম হুমকির মুখে পড়ে। উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন