ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে গভীর নলকূপের পাইপ দিয়ে গ্যাস, পানি ও বালুর উদগিরণ ৫৯ ঘণ্টা পর বন্ধ হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গ্যাস, পানি ও বালুর উদগিরণ বন্ধ হয়। দ্রুতগগিতে গ্যাস ও পানি বের হওয়ার কারণে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও দুটি গাছ ভেঙে গেছে। বিদ্যালয়ের একটি ভবন অর্ধেক মাটির নিচে তলিয়ে গেছে এবং বিদ্যালয়ের শহীদ মিনারটিও ভেঙে তলিয়ে গেছে।

শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া জানান, আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা। গত পরশু মসজিদ ও মন্দিরে প্রার্থনা করা হয়। 

উল্লেখ্য, গত বুধবার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে গভীর নলকূপ খননের পর পাইপ বসানোর সময় হঠাৎ উপড়ে গিয়ে পানি, বালু ও 'গ্যাস' উঠতে শুরু করে। এমন 'উদগিরণের' ফলে বিদ্যালয়সহ অষ্টজংগল গ্রাম হুমকির মুখে পড়ে। উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।