ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সীমান্তে চোরাকারবারির ছুরিকাঘাতে বিজিবি সদস্য আহত

সীমান্তে চোরাকারবারির ছুরিকাঘাতে বিজিবি সদস্য আহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৪১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫২

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে চোরাকারবারিদের ছুরিকাঘাতে বরুণ কুমার নামের এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এক চোরাকারবারিকে আটক করেন বিজিবি।

মঙ্গলবার সকালে উপজেলার আটাপাড়া ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত ফাঁড়ির অদূরে ভিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি’র আটাপাড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু সাঈদ জানান, সকালে চোরাকারবারিদের দুই সদস্যকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে অন্য চোরাকারবারিদের ধরতে আটকদের নিয়ে ভিমপুর গ্রামের এমদাদুল মন্ডলের বাড়ির পাশে বাঁশ ঝাড়ে অবস্থান নেন তারা ।

এ সময় আটকরা ল্যান্সনায়ক বরুণ কুমারের বাম হাতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। তাদের ধরতে গুলি ছোড়েন বিজিবির সদস্যরা। পরে একজন পালিয়ে গেলেও এনামুল নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। 

বিজিবি’র আহত সদস্যকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×