চট্টগ্রামের পটিয়ায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার কমলমুন্সির হাটের পশ্চিম পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাসের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রোকন উদ্দিন মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

উপ-পরিদর্শক রোকন উদ্দিন সমকালকে বলেন, যুবকটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আর কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মাথায় কোনো গাড়ির ধাক্কা লাগায় ঘটনাস্থলে তিনি নিহত হন।

তিনি জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে কীভাবে এই যুবক নিহত হয়েছেন। নিহতের গায়ে একটি লাল গেঞ্জি, কালো জ্যাকেট, গলায় মাফলার ও চেক লুঙ্গি ছিল।