অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনের অদূরে ট্রলার ডুবির ঘটনায় আরও এক রোহিঙ্গাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে কোস্টর্গাড।

বুধবার সকাল ৮টার দিকে সেন্টমার্টিনের বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগর থেকে তাকে উদ্ধার করা হয়। এ নিয়ে ৭৩ জনকে জীবিত ও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার ব্যাক্তি টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দু শুক্কুরের ছেলে মো. আব্দুল্লাহ বলে জানায়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. মো. সোহেল রানা সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেন্টমাটিন কোস্টর্গাড স্টেশনের একটি টিম সকালে বঙ্গোপসাগর এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে তাকে টেকনাফ নিয়ে আসা হবে।

মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের অদূরে ট্রলার ডুবির ঘটনায় এখন পযন্ত ৭৩ জনকে জীবিত এবং ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও উদ্ধার তৎপরতা চলছে। উদ্ধার হওয়াদের তথ্য মতে, এই ট্রলারে ১৩৮ জন মত লোক ছিল বলে জানায়। সে হিসাবে এখনও অর্ধ শতাধিক লোক নিখোঁজ রয়েছে।