- সারাদেশ
- গোবিন্দগঞ্জে বাস দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
গোবিন্দগঞ্জে বাস দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাস- সমকাল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস দুর্ঘটনায় রাহেলা বেওয়া (৭৫) ও তার মেয়ে শেফালী বেগম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০জন।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কোমরপুর অভিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী ও মেয়ে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বাবুল আকতার জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহীবাস অভিরামপুর এলাকায় অপর একটি বাঁশ বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
মন্তব্য করুন