- সারাদেশ
- সেন্টমার্টিনে ট্রলার ডুবির ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
সেন্টমার্টিনে ট্রলার ডুবির ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি
সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার সকালে টেকনাফ থানায় মামলা করেন কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম এস ইসলাম।
মামলার প্রধান আসামি হলো- সৈয়দ আলম, সে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার বাসিন্দা। এই মামলায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আটক ৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আটক ৮ জনের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় নাগরিক উভয়েই রয়েছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের অদূরে ট্রলার ডুবির ঘটনায় এখন পযন্ত ৭৩ জনকে জীবিত এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও উদ্ধার তৎপরতা চলছে। উদ্ধার হওয়াদের তথ্য মতে, এই ট্রলারে ১৩৮ জন মত লোক ছিল বলে জানায়। সে হিসাবে এখনও অর্ধ শতাধিক লোক নিখোঁজ রয়েছে।
এদিকে বুধবার সকালে সাগর থেকে উদ্ধার আরও একজনকে সেন্টমার্টিনে রাখা হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া মোট ৭৩ জনকে পরবর্তীতে কোথায় রাখা হবে সে নির্দেশনা দেবেন আদালত। পুলিশ আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন