- সারাদেশ
- পেকুয়ায় গুলিতে প্রবাসী, গণপিটুনিতে যুবক নিহত
পেকুয়ায় গুলিতে প্রবাসী, গণপিটুনিতে যুবক নিহত

ফাইল ছবি
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে ১২ ঘন্টার ব্যবধানে দুটি ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের সাপেরগাড়া এলাকায় নিজ বাড়িতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মালয়েশিয়া প্রবাসী মো. নুরুন্নবী। এ সময় আহত হন তার বৃদ্ধা মা হাজেরা খাতুন ও ছোটভাই মোজাম্মেল হক।
নিহত নুরুন্নবী ওই এলাকার হাসান শরীফের ছেলে। এর ১২ ঘণ্টা পর ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায় বুধবার সকাল ৯টার দিকে জনতার পিটুনিতে নিহত হন আরেক যুবক। তার নাম জামাল হোসেন (৩৫)। তিনি ইউনিয়নের সাপেরগাড়া এলাকার মৃত আলমগীর মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত হন আরো দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
আহত দুইজন হলেন একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে কাউসার আলম (২৫) ও বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার নুরুল ইসলামের ছেলে নাছির হোসাইন (৩০)।
এলাকাবাসী জানায়, তিন যুবকের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে জামাল হোসেনের নেতৃত্বে কয়েকজন জারুলবুনিয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। আগের রাতে নুরুন্নবীর বাড়িতে একদল সন্ত্রাসী হানা দিয়ে তাণ্ডব ও লুটপাট চালায়। এ সময় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নুরুন্নবী এবং আহত হয় তার মা ও ছোট ভাই। এ অবস্থায় জারুলবুনিয়া এলাকায় তাদের পেয়ে জনতা পিটুনি দেন। এ সময় কয়েকজন পালিয়ে প্রাণে রক্ষা পেলেও ঘটনাস্থলে প্রাণ হারান জামাল হোসেন।
পেকুয়া থানার ওসি মো. কামরুল আজম জানান, গণপিটুনির খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ একজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। আহতদের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আহত কাউসারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘গণপিটুনিতে হতাহত তিনজনের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, লুটপাটসহ বহু অপকর্মের অভিযোগ রয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে বাড়িতে হানা দেওয়াসহ গুলিতে নুরুন্নবী খুনের ঘটনায় এরা জড়িত থাকতে পারে সন্দেহে জনতা তাদের ধরে গণপিটুনি দেয়।’
মন্তব্য করুন