স্ক্র্যাপ জাহাজ নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা ইয়ার্ডে আসা ১৭ চীনা নাবিককে পাঁচদিন পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। করোনাভাইরাস আতঙ্ক ও ফ্লাইট জটিলতার কারণে পাঁচদিন জাহাজেই অবস্থান করেন এই নাবিকরা। বুধবার সকালে তাদের জাহাজ থেকে নামিয়ে তিনটি মাইক্রোবাসে করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে উড়োজাহাজে তুলে দেওয়া হয়।

লালবাগ শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম আবদুল্লাহ বলেন, '১৭ চীনা নাবিক পাঁচদিন ধরে আমাদের জাহাজে ছিলেন। প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে তাদের নিচে নামতে দেওয়া হয়নি। ডাক্তারি পরীক্ষায় তাদের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন এজেন্সির মালিক। আমদানিকারণ এজেন্সি বিমানের টিকিট নিশ্চিত করার পর বুধবার সকালে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।'

চীনের ইং ওং ফং বন্দর থেকে স্ক্র্যাপ জাহাজটি কাটার জন্য গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির লালবাগ শিপইয়ার্ডে আনা হয়। যথা নিয়মে জাহাজটি ইয়ার্ডে সৈকতায়নও করা হয়। সৈকতায়নের পর জাহাজ থেকে নাবিকদের নেমে যাওয়ার কথা থাকলেও করোনাভাইরাস আতঙ্ক ও ফ্লাইট জটিলতার কারণে তাদের জাহাজেই থাকতে বলা হয়। এরই মধ্যে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় এই নাবিকের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন।

জাহাজ আমদানিকারক আর এ শিপিং এজেন্সির মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্ক্র্যাপ জাহাজ সৈকতায়ন করার পর বিভিন্ন প্রক্রিয়া শেষ করে ১৭ চীনা নাবিককে বুধবার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।