- সারাদেশ
- চীন থেকে ফিরে হঠাৎ অসুস্থ, রমেকে ভর্তি আরেক শিক্ষার্থী
চীন থেকে ফিরে হঠাৎ অসুস্থ, রমেকে ভর্তি আরেক শিক্ষার্থী

ফাইল ছবি
মাত্র তিন দিন আগে চীন থেকে দেশে ফিরেছেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এক শিক্ষার্থী। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে করোনা রোগের চিকিৎসা সংক্রান্ত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ সরকার বলেন, বুধবার বিকেলে চীন ফেরত এক রোগী জ্বর ও বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে এসেছে। যেহেতু সে চীনফেরত তাই তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে।
ওই শিক্ষার্থীর রক্ত, লালাসহ কিছু নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে চীনফেরত দুই শিক্ষার্থী অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি হন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন