- সারাদেশ
- অটোরিকশায় পাওয়া এসএসসির ৫০ খাতা ফেরত গেল বোর্ডে
অটোরিকশায় পাওয়া এসএসসির ৫০ খাতা ফেরত গেল বোর্ডে

জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে সিএনজিচালিত অটোরিকশায় পাওয়া চলতি এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের ৫০টি উত্তরপত্রের একটি বান্ডিল পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলামের কাছে সদর থানা পুলিশ এগুলো হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে জয়নাল আবেদীন নামে সিএনজিচালিত অটোরিকশা চালক উত্তরপত্রের বান্ডিলটি পান। তার অটোরিকশায় ময়মনসিংহ থেকে আসা এক পুরুষ যাত্রী তা ফেলে গেছেন বলে তিনি পুলিশকে জানান। পরীক্ষার খাতার গুরুত্ব বুঝে জয়নাল আবেদীন খাতাগুলো ফেরত দিতে মালিক খুঁজতে থাকেন। মালিক না পেয়ে মঙ্গলবার রাতে জামালপুর সদর থানায় উত্তরপত্রগুলো জমা দিতে যান। পরে সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। ওই রাতেই জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। জেলা প্রশাসকের নির্দেশে তিনি জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে উত্তরপত্রগুলো জমা দেন। পরে জেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম বুধবার দুপুরে সদর থানায় এসে আরও একটি সাধারণ ডায়েরি করেন। পরে থানার ওসি মো. সালেমুজ্জামান তার হাতে উত্তরপত্রগুলো তুলে দেন।
ওসি মো. সালেমুজ্জামান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রকের হাতে উত্তরপত্রগুলো তুলে দেওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট শিক্ষককে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন