- সারাদেশ
- চট্টগ্রামে ইয়াবার মামলায় ফেনীর ইউপি চেয়ারম্যান কারগারে
চট্টগ্রামে ইয়াবার মামলায় ফেনীর ইউপি চেয়ারম্যান কারগারে

আজিজুল হক মানিক
চট্টগ্রামের হালিশহর থানার একটি ইয়াবার মামলায় ফেনীর ১০ নম্বর ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ এর আদালত এ আদেশ দেন। এর আগে ইয়াবার মামলায় তিনি আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেছিলেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারি কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ সমকালকে বলেন, চলতি মাসে হালিশহর থানায় দায়ের হওয়া একটি ইয়াবা মামলার আসামি ফেনীর ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক জামিন নিতে আদালতে আত্মসমর্পন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা হালিশহর থানার এসআই শহীদ উল্লাহ বলেন, চলতি মাসে হালিশহর থানাধীন সবুজবাগ আবাসিক এলাকার মুখে বাগানবাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে ৫০ পিচ ইয়াবাসহ সুমি নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার জবানবন্দি অনুযায়ী এ মামলায় আসামি করা হয় চেয়ারম্যান আজিজুল হক মানিককে।
মন্তব্য করুন