- সারাদেশ
- শিশুর জন্মে অস্ত্রোপচার বেড়েছে চারগুণ
সিলেটে নিপোর্টের সভায় তথ্য
শিশুর জন্মে অস্ত্রোপচার বেড়েছে চারগুণ

প্রতীকী ছবি
শিশুর জন্মে অস্ত্রোপচার (সিজারিয়ান) গত দশ বছরে চারগুণ বেড়েছে। এর মধ্যে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে শতকরা ৮৪ ভাগ শিশু অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয়। গত বুধবার রাতে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের (বিডিএইচএস) বিভাগীয় অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় আরও জানানো হয়, সারাদেশে বর্তমানে ৬২ ভাগ দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেন। এর মধ্যে সিলেট বিভাগে এ পদ্ধতি গ্রহণ করেন ৫৫ ভাগ দম্পতি। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান বলেন, 'সার্ভে যে কোনো পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সার্ভে করা হয় অবস্থান তুলে ধরার জন্য। সেখান থেকে পরিকল্পনা গ্রহণ করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ করে ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের ফলাফল গুরুত্বের সঙ্গে নিয়ে আগামীতে লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালাতে হবে।'
নিপোর্টের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে ও আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেটের অধ্যক্ষ এমদাদুল হক খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. দেবপদ রায়, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল হুদা খান এবং পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুস সোবহান।
সভায় বিডিএইচএসের ফল উপস্থাপন করেন নিপোর্টের মূল্যায়ন বিশেষজ্ঞ আহছানুল আলম ও ঊর্ধ্বতন গবেষণা সহযোগী শাহীন সুলতানা। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউএসএ আইসিএফ কনসালট্যান্ট ড. আহমদ আল সাবির।
মন্তব্য করুন