- সারাদেশ
- শ্রীমঙ্গলে ডিম দিয়েছে অতিথি পাখি কালেম
শ্রীমঙ্গলে ডিম দিয়েছে অতিথি পাখি কালেম

শ্রীমঙ্গলে ডিম দিয়েছে অতিথি পাখি কালেম- সমকাল
তীব্র শীত থেকে বাঁচতে প্রতিবছর সাইবেরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসে নানা প্রজাতির পরিযায়ী পাখি। শীত মৌসুম শেষে আবার তারা ফিরেও যায়। এ দেশে তাদের ডিমপাড়ার ঘটনা বিরল।
তবে বৃহস্পতিবার শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ডিম দিয়েছে সাইবেরিয়া থেকে আসা কালেম প্রজাতির একটি পরিযায়ী পাখি। সকালে পাখিটি পাঁচটি ডিম পেড়েছে। পরে নিরাপত্তার স্বার্থে ডিমসহ পাখিটি সেবাশ্রমের একটি খাঁচায় রাখা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সাইবেরিয়ান অতিথি পাখি কালেমের ডিমপাড়ার ঘটনা বিরল। পাখিটি যাতে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে, সে জন্য সেবাশ্রমে একটি খাঁচায় রেখে উপযুক্ত পরিচর্যা ও দেখভাল করা হচ্ছে। বেজি বা ইঁদুর যাতে ডিমগুলো নষ্ট না করতে পারে, সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে।
মন্তব্য করুন