- সারাদেশ
- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার যুবক নিহত

নিহত যুবক মো.দুলাল
দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার যুবক মো. দুলাল (৪৫) নিহত হয়েছেন। গত বুধবার রাতে আফ্রিকার কুইন্স শহরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, উপজেলার হীরাপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে দুলাল ২০০৭ সালের জানুয়ারি মাসে ভিটেমাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান। প্রথমে অন্যের দোকানে চাকরি করেন এবং পরে তিনি নিজেই ব্যবসা শুরু করেন। দোকান নিয়ে দীর্ঘদিন ধরে ইথিওপিয়ার এক নাগরিকের সঙ্গে বিরোধ চলছিল তার। ঘটনার রাতে চার থেকে পাঁচ সন্ত্রাসী দোকানে ঢুকে তার ওপর গুলিবর্ষণ করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাতিজা শাহীন এমরানও আফ্রিকা প্রবাসী। তিনি দুলালের খুন হওয়ার বিষয়টি ফোনে পরিবারকে জানান। এ খবরে দাগনভূঞায় তার পরিবারে মাতম চলছে।
মন্তব্য করুন