- সারাদেশ
- ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ যু্বকের বিরুদ্ধে
৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ যু্বকের বিরুদ্ধে

প্রতীকী ছবি
ঝিনাইদহের শৈলকুপায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিতা শিশুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির চাচা জানান, শুক্রবার দুপুরে তার ভাতিজি প্রতিবেশী ফারুকের বাড়িতে যায় আকিকার গরু জবাই দেখতে। সেখান থেকে একই গ্রামের মৃত আজিবর মন্ডলের ছেলে শিপন মন্ডল (২৪) তাকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানালে তারা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানিয়েছেন, শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন