- সারাদেশ
- দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন খুবির অধ্যাপক
দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন খুবির অধ্যাপক

অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ভূঁইয়া
দৌড় দিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ভূঁইয়া (৬৫)।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা রেলওয়ে স্টেশন এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে খুলনা রেলস্টেশনে চলন্ত বেনাপোল কমিউটার ট্রেনে দৌড় দিয়ে উঠতে যান মিজানুর রহমান। এ সময় ট্রেনে কাটা পড়েন তিনি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, অধ্যাপক মিজানুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে সকাল সোয়া ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এসএম আতিয়ার রহমান বলেন, খুলনা বিশ্ববিদ্যালেয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন মিজানুর রহমান। তিনি এ বিভাগের প্রধানও ছিলেন। সকালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য করুন