- সারাদেশ
- বিশ্বনাথে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
বিশ্বনাথে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

সড়কে গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ -সমকাল
সিলেটের বিশ্বনাথে সড়কে গাছ ফেলে ডাকাতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবক ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভোরে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের সুড়ির খাল নামক স্থানে এই ঘটনা ঘটে।
এসময় বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান, কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাস গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে প্রথমে কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের সুড়ির খাল এলাকায় গাছ ফেলে ডাকাতির সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র সড়কের দু’পাশ থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে ১৫/২০ জন অস্ত্রধারী ডাকাত। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন এসআই মিজান। আহত হন দু’জন। এ সময় পুলিশের আরেকটি টিম ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আঘা ঘণ্টা বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পিছু হটলে স্থানীয়দের সহায়তায় সেখানে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রাস্তায় অজ্ঞাত এক ডাকাতের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়। এসময় নিহত ডাকাতের বাম হাতের পাশ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও লুঙ্গির ভাজ থেকে ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি থানা পুলিশের একটি টিম নিয়ে জীবন বাজি রেখে ডাকাতদের মোকাবেলা করেছেন। এতে থানার এসআইসহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন