ইট, মাটি আর পরিত্যক্ত টাইলস দিয়ে এক সপ্তাহ ধরে নিজেরাই পরিশ্রম করে গড়ে তোলে শহীদ মিনার। শুক্রবার সেই শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল কোমলমতি শিশুরা। তাদের কেউ শিশু শ্রমিক আবার কেউ শিক্ষার্থী।

জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর বাজারে একটি পরিত্যক্ত ক্লাব ঘরের জায়গায় নির্মাণ করা হয় ওই মাটির শহীদ মিনার। ওই মহল্লার মধ্যে স্থাপিত পুরোনো ভূমি অফিসের সামনে নির্মাণ করা শহীদ মিনারটি ভেঙে গেছে কয়েক বছর আগে। আর কোনো শহীদ মিনার নেই সেখানে। তাই ভাষার জন্য জীবন বিসর্জন দেওয়া শহীদদের শ্রদ্ধা জানাতে মহল্লার কোমলমতি সাত শিশু উদ্যোগ নিয়ে মাটি দিয়ে তৈরি করে এ শহীদ মিনার। তাতেই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় তারা।

শুক্রবার খঞ্জনপুর বাজারে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শিশুরা মাটির তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে। তিন খণ্ডের শহীদ মিনারটি তৈরি করা হয়েছে ইটের ওপর মাটির প্রলেপ দিয়ে। লোহার রডের মতো প্রতিটি খণ্ডের মাঝখানে বাঁশ দেওয়া হয়েছে। স্থানীয় মসজিদের পরিত্যক্ত টাইলস বসানো হয়েছে এর মেঝেতে। অর্থাৎ দেখে বিশ্বাস করার উপায় নেই ছোটদের হাতে তৈরি এটি। মাটির তৈরি হলেও এর কারুকাজ অনেক সুন্দর। সাত দিন ধরে এ শহীদ মিনার নির্মাণ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নীরব, তৃতীয় শ্রেণির রিফাত ও হিয়া, সপ্তম শ্রেণির সিবা ও হৃদয় এবং শিশু শ্রমিক আপন ও আকাশ।

স্থানীয় খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নীরব জানায়, 'শহীদ দিবসে সবাই শহীদ মিনারে ফুল দিতে যায়। আমাদের শহীদ মিনার ভাঙা থাকায় আমরা শহীদদের শ্রদ্ধা জানাতে পারি না। তাই কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়ে গত সাত দিন পরিশ্রম করে ইট, মাটি ও টাইলস এবং সামান্য সিমেন্ট কিনে এই শহীদ মিনার নির্মাণ করেছি। এতে আমাদের খরচ হয়েছে তিনশ' টাকা, যা আমরা সবাই মিলে দিয়েছি।'