- সারাদেশ
- মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহত
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ চার শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইলে মহাসড়কে উপজেলার সোহাগপুর জুই যুথি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্দার সাদুল্যাপুর উপজেলার মীজপাড়া গ্রামের চটকু শেখের মেয়ে রশিদা বেগম (৩০), একই এলাকার রুপনাথপুর গ্রামের অমূল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (৩৫), গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গোবিন্দরায় দেবাত্তর তেরাঙ্গা গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর আক্তার (১৮) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাঘারিয়া গ্রামের আলম মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৩০)।
পুলিশ জানায়, সকালে উপজেলার গোড়াই এলাকা থেকে কয়েকজন শ্রমিক একটি লেগুনায় ধেরুয়া নাসির গ্রাস কারখা্নায় যাচ্ছিলেন। পথে জুই যুথি পাম্পের সামনে সার্ভিস লেনে দাঁড়ানো ওই লেগুনাকে পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে তিন নারীসহ চারজন নিহত হন।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, আইনি পক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করতে পারেনি। মারা যাওয়া ব্যক্তিরা নাসির গ্লাস কারখানার শ্রমিক ছিলেন।
মন্তব্য করুন