দিনাজপুরে দিনভর বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বিকেল ৩টার দিকে তা একটু বাড়ে। টানা বৃষ্টি পড়েছে বিকেলে ৫টা পর্যন্ত। ফলে আগের চেয়ে শীত কিছুটা বেড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেলে প্রায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ২৪ অথবা ২৫ ফেব্রুয়ারি বৃষ্টি বেশি হতে পারে। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন বলেন, প্রায় এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।