চট্টগ্রামে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। তার নাম তাহেরা বেগম (৬০)। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনাটি ঘটে।

তাহেরা বেগমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা খাজা নগর গ্রামে।

রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সহকারী উপ-পরিদর্শক মো. শওকত হোসেন সজল বলেন, চট্টগ্রাম-দোহাজারী লাইনের দোহাজারী থেকে আসা একটি ট্রেনে দৌড়ে গিয়ে ওঠার চেষ্টা করেছিলেন তাহেরা বেগম। এ সময় পা ফসকে তিনি চাকার নিচে পড়ে যান। 

এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।