- সারাদেশ
- কচুরিপানার ওপর পরীক্ষা-নিরীক্ষা চলছে: বাণিজ্যমন্ত্রী
কচুরিপানার ওপর পরীক্ষা-নিরীক্ষা চলছে: বাণিজ্যমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি -সমকাল
বহুল আলোচিত কচুরিপানা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কচুরিপানার ওপর পরীক্ষা-নিরীক্ষা চলছে। যদি সেটা দিয়ে সত্যিকার অর্থে ভালো কিছু হয়, তবে খাওয়া সম্ভব। আমরা তো কত কিছুই খাই। একসময় মানুষ কচুর লতি খেত না, এখন খায়। মাশরুমকে ব্যাঙের ছাতা বলত মানুষ, এখন সেটিও খাওয়া হচ্ছে।
শনিবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাজারে ১০০ টাকার নিচে পেঁয়াজ বিক্রি হচ্ছে না। দেশের উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠলে আরও দাম কমে আসবে।
তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসায়ীরা যেন অবৈধভাবে পণ্যের দাম না বাড়ান, সে জন্য ভোক্তা অধিকারসহ সরকারি দপ্তরগুলো বাজার মনিটর করবে। ভোক্তাদের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে।
মন্তব্য করুন