- সারাদেশ
- বাংলাদেশ সীমানায় এসে মাছ ধরছিলেন শ্রীলংকার ২৪ জেলে
বাংলাদেশ সীমানায় এসে মাছ ধরছিলেন শ্রীলংকার ২৪ জেলে

বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় চারটি নৌকাসহ শ্রীলংকার ২৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী। গত মঙ্গলবার রাতে গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। গত শুক্রবার রাতে তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ও বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে নৌবাহিনীর পেটি অফিসার শফিকুল ইসলামের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- টি মানজুলা ডি সিলভা, কে জানাত, জিহান, টি পেসান্না, পি আনতুনি, নিমেষ, ডিনেশ ডামিরা, সামন্ত কুমার, লর্ড জান্দিমার, টি নিরোশন, ডি মানচ, ডিনেশ লাসাংতে, প্রদীপ, লীসান্তাজায়া, সামন কুমার, গায়ান, আরপি ডিপপি, নিশান, নিদুশান, ওয়াচিরে, জুসান্ত কুমার, উদয় কুমার, দানুকা প্রভা ও দিপাল কুমার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে অচোনা, সানজু পুঠা, সি হর্স ও ডেনান মেরিন আচোনা নামে চারটি মাছ ধরার নৌকাসহ ২৪ শ্রীলংকান নাগরিককে আটক করা হয়। পরে নৌবাহিনীর আরেক যুদ্ধজাহাজ সুরভী তাদের নিয়ে এসে পতেঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আরেফিন জুয়েল বলেন, বাংলাদেশ সীমানায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিলেন শ্রীলংকার ওই নাগরিকরা। নৌবাহিনীর টহল দল তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এদিকে খবর পেয়ে গ্রেপ্তারদের দেখতে গিয়ে বাংলাদেশে শ্রীলংকার হাইকমিশনের প্রতিনিধি হেট্টিআরাচি কপিলা ঈশান্থার দাবি করেন, ওই জেলেদের কোনো অপরাধ নেই। তারা আসলে স্রোতের টানে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল। এরপর তাদের বোটের জ্বালানি শেষ হয়ে যায়। তারা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন।
মন্তব্য করুন