রপ্তানি পণ্য চোর চক্রের ১০ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের ইপিজেড থানা পুলিশ। তাদের কাছ থেকে ছয় হাজারের বেশি পিস শার্ট-প্যান্ট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলো- সুমন, ইউসুফ, তাজুল ইসলাম হাসান, রুবেল হোসেন, মো. সুমন, বোরহান, নুরুন্নবী ওরফে সোহাগ, মো. মাসুদ, মাহাবুবর ওরফে শাওন ও সাইফুল ওরফে রিপন। তাদের কাছ থেকে রপ্তানির চার হাজার ৬৫৬ পিস শার্ট ও এক হাজার ৫২০ পিস প্যান্ট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করা হয়েছে।

ইপিজেড থানার ওসি মীর মোহাম্মদ নূরুল হুদা জানান, সাভারের দুটি পোশাক কারখানার তৈরি পোশাক বিদেশে রপ্তানির জন্য চট্টগ্রামের কিউএনএস কনটেইনার ডিপোতে পাঠানো হয়। তিনটি কাভার্ডভ্যানে এসব পণ্য চট্টগ্রামে আসে। এর মধ্যে সিইপিজেড পুলিশ ফাঁড়ির সামনে একটি কাভার্ডভ্যান থেকে পণ্য চুরির সময় চালক মো. সুমন ও হেলপার মো. ইউসুফকে হাতেনাতে আটক করা হয়। কিউএনএস কনটেইনার ডিপোতে খবর নেওয়া হলে অন্য দুটি কাভার্ডভ্যানেও পণ্য কম পাওয়ার কথা জানানো হয়। সেখান থেকে তাজুল ইসলাম হাসান, রুবেল হোসেন, মো. সুমন ও বোরহানকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় দুটি কাভার্ডভ্যান থেকে রপ্তানি পণ্য চুরি করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এ চক্রের আরও চার সদস্যকে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার ডেমরা থেকে চুরি যাওয়া রপ্তানি পণ্য উদ্ধার করা হয়েছে।